কিশোরগঞ্জের ভৈরবে চা দোকানি স্বপন হত্যা মামলায় বুলবুল (৩৮) নামের আরেক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গতকাল রোববার কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম চৌধুরীর আদালতে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেন বুলবুল। বুলবুল ভৈরবের জগমোহনপুর গ্রামের বাসিন্দা।

গত মাসে নিহতের ভাই ও মামলার বাদী রিপন মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া বুলবুল, ইমান আলী, সবুজ ও আব্দুর রবকে গ্রেপ্তার করে পিবিআই। রিপন মিয়া গ্রেপ্তার হওয়ার পর কিশোরগঞ্জ আদালতে জবানবন্দিতে এই চারজনের নাম বলেন।

ভৈরবে আড়াই মাস আগে স্বপন (৩৭) নামের এক চা দোকানির লাশ খাল থেকে উদ্ধার করে পুলিশ। পরদিন এ ঘটনায় তাঁর ছোট ভাই রিপন মিয়া বাদী হয়ে ভৈরব থানায় তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলাটি পরে তদন্ত দেওয়া হয় কিশোরগঞ্জের পিবিআইকে। তদন্ত শেষে আসল রহস্য উদ্ঘাটন করে পিবিআই।

পিবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়, আসামি রিপন ও বুলবুলের তথ্যে মামলার গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়েছে। অপর আসামি লোকমানকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।