জব্দ করা ইয়াবা বড়ি। ছবি : ডিএমপি নিউজ

রাজধানীর পল্টন থেকে ইয়াবাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ (ডিবি)।

শুক্রবার (১৫ এপ্রিল) বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে পল্টন মডেল থানার ডিআইটি এক্সটেনশন রোড এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। খবর ডিএমপি নিউজের।

গ্রেপ্তার আসামিরা হলেন মো. আলী আকবর মিয়া, মো. রাব্বি হাসান ওরফে নিলয় ও মো. নাজিম উদ্দিন। এ সময় তাঁদের কাছ থেকে তিন হাজার পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় সংবাদ আসে, কয়েকজন মাদক কারবারি পল্টন মডেল থানার ডিআইটি এক্সটেনশন রোডে সানফ্লাওয়ার লাইফ ইনস্যুরেন্স কোম্পানির মেইন গেটের সামনে ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছেন।

এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনার সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে ইয়াবাসহ আসামিদের গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা বলেন, আসামিরা পরস্পর যোগসাজশে কক্সবাজারসহ দেশের সীমান্ত এলাকা থেকে কম দামে ইয়াবা কিনে এনে ঢাকা ও আশপাশ এলাকায় বেশি দামে বিক্রি করতেন।

ডিএমপির পল্টন মডেল থানায় গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলেও জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।