প্রতিকূল আবহাওয়া যেন পিছু নিয়েছে ঢাকা টেস্টের। গতকাল শনিবার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানের বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। কিন্তু পুরো দিনের খেলা হয়নি। আলোর স্বল্পতার কারণে ৩৩ ওভার খেলা হয়নি। আজ দ্বিতীয় দিনেও আলোর স্বল্পতা ও বৃষ্টির কারণে ভেসে গেল দ্বিতীয় দিনের প্রথম সেশন।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই টেস্টে পাকিস্তান প্রথম দিনে ৫৭ ওভার ব্যাট করে ২ উইকেটে ১৬১ রান তুলেছে।

দুই ওপেনার আবিদ আলী ৩৯ ও আব্দুল্লাহ শফিক ২৫ রান করে আউট হন। তবে আজহার আলী ৩৬ ও অধিনায়ক বাবর আজম ৬৪ রানে অপরাজিত ছিলেন।

বাংলাদেশের স্পিনার তাইজুল দুই উইকেট পেয়েছেন। সূত্র: বাসস।