১১ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (১১ এপিবিএন) দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। ছবি: বাংলাদেশ পুলিশ

১১ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (১১ এপিবিএন) দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা চলছে। এপিবিএনের অতিরিক্ত আইজিপি ড. হাসান উল হায়দার বিপিএম-সেবা-এর নির্দেশনায় ২৮ ডিসেম্বর (বুধবার) এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।

‘ট্রেনিং অন হিউম্যান ট্রাফিকিং প্রিভেনশন অ্যান্ড সাপ্রেশন ফর ১১ এপিবিএন অফিসার্স’ শীর্ষক এই প্রশিক্ষণ কর্মশালাটি শেষ হবে ২৯ ডিসেম্বর (বৃহস্পতিবার)। আভিযানিক কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়েছে।

প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের সঙ্গে অতিথিরা। ছবি: বাংলাদেশ পুলিশ

১১ এপিবিএনের অধিনায়ত শাহীনা আমীন পিপিএম-এর উদ্যোগে কর্মশালা আয়োজনে সহযোগিতা করেছেন সিআইডির মানব পাচার ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম আখতারুজ্জামান এবং জাস্টিস অ্যান্ড কেয়ারের কান্ট্রি চিফ তারিকুল ইসলাম।

১১ এপিবিএনে একটি মানব পাচার প্রতিরোধ সেল গঠন করা হয়েছে। এই সেলের মাধ্যমে বিভিন্ন পোশাক কারখানায় মানব পাচার প্রতিরোধ ও প্রতিকার এবং সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত প্রচারপত্র বিতরণসহ অভিযোগ গ্রহনের জন্য ১১ এপিবিএনে সার্বক্ষণিক নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে।