রাজধানীর শাহজাদপুর এলাকায় বিএসটিআই-এপিবিএনের যৌথ অভিযান। ছবি: বাংলাদেশ পুলিশ

রাজধানীতে বিএসটিআই ও ১১ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১১ এপিবিএন) যৌথ অভিযান পরিচালনা করেছে।

রাজধানীর প্রগতি সরণির শাহজাদপুর এলাকায় ২৯ জানুয়ারি (রোববার) অভিযানটি পরিচালিত হয়। এ সময় আইন ভঙ্গের দায়ে দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

এপিবিএন জানায়, বিএসটিআইয়ের সঙ্গে ১১ এপিবিএনের একটি দল ২৯ জানুয়ারি সকাল ১০টার দিকে রাজধানীর প্রগতি সরণির শাহজাদপুর এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় বিএসটিআই আইন, ২০১৮-এর ৩১ ও ৪১ ধারায় অপরাধ করার দায়ে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে দুটি মামলা দায়ের করা হয়েছে।