আরএমপির উদ্যোগে অগ্নিনির্বাপণ মহড়ার খণ্ডচিত্র। ছবি: আরএমপি নিউজ

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইনসসহ বিভিন্ন থানায় আরএমপির উদ্যোগে রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সমন্বয়ে অগ্নিকাণ্ড সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও অগ্নিনির্বাপণের বিভিন্ন কলাকৌশল সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য অগ্নিনির্বাপণ যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইনসসহ আরএমপির চন্দ্রিমা, মতিহার, বেলপুকুর, শাহ মখদুম ও দামকুড়া থানা কম্পাউন্ডে এ যৌথ মহড়া অনুষ্ঠিত হয়।

এ মহড়ায় কৃত্রিম অগ্নিকাণ্ডের পরিস্থিতি সৃষ্টি করা হয়। মহড়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে অগ্নিনির্বাপণ যন্ত্র ও পানিবাহী গাড়ির সাহায্যে কীভাবে আগুন নেভাতে হয়, বহুতল ভবনে আটকে পড়া লোকজনকে স্ট্রেচার ও রশির সাহায্যে উদ্ধারসহ কীভাবে জীবন বাঁচানো যায় এবং আহত ব্যক্তিদের কীভাবে প্রাথমিক চিকিৎসা প্রদান করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়, তা প্রদর্শন করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

এ ছাড়া যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা এ জনসচেতনতামূলক মহড়ার আয়োজন করেন।

ওই মহড়ায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অফিসার ও পুলিশ সদস্যরা অংশ নেন।