কেএমপির অপরাধ পর্যালোচনা সভার খণ্ডচিত্র। ছবি : বাংলাদেশ পুলিশ

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অপরাধ পর্যালোচনা সভা বুধবার (১৩ মার্চ) সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে।

কেএমপি হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কেএমপি কমিশনার মো. মোজাম্মেল হক বিপিএম (বার), পিপিএম।

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিত স্বাভাবিক রাখতে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে, অবৈধ মজুতদারি ঠেকাতে এবং চাঁদাবাজি বন্ধে তৎপর হওয়ার নির্দেশনা দেন তিনি।

সভায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে একজন সহকারী পুলিশ কমিশনার, চারজন পুলিশ পরিদর্শক, ৩২ জন এসআই, ১২ জন এএসআই, ১০ জন অফিস সহকারী, ২০ জন কনস্টেবলসহ মোট ৭৯ জনকে পুরস্কার হিসেবে টাকা, সনদপত্র ও সম্মাননা স্মারক দেওয়া হয়।

পরে কেএমপির সিটিএসবিতে কর্মরত পুলিশ পরিদর্শক মো. ইবাদত হোসেন শেখকে অবসরোত্তর বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এঅ্যান্ডও) সরদার রকিবুল ইসলাম বিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মোছা. তাসলিমা খাতুন এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন।