আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে শুরু হবে পবিত্র লাইলাতুল কদর বা শবে কদরের রজনী। মহিমান্বিত এই রাতে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে। পবিত্র কোরআন শরিফে কদর নামে একটি সুরা আছে। এই রাতের ইবাদতকে হাজার মাসের চেয়ে উত্তম বলা হয়েছে।

অবশ্য হাদিসের বর্ণনামতে, রমজানের শেষ ১০ দিনের যেকোনো বিজোড় রাতে লাইলাতুল কদর হতে পারে।

বাংলাদেশসহ সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা নামাজ, পবিত্র কোরআন তিলাওয়াত, জিকিরসহ নানা ইবাদত-বন্দেগিতে থাকেন। দেশের বেশির ভাগ মসজিদে এই রাতেই তারাবিহর নামাজে পবিত্র কোরআনের খতম হয়ে থাকে।

লাইলাতুল কদর বা শবে কদর অর্থ হচ্ছে সম্মান ও মর্যাদাপূর্ণ রাত। বছরের যে কয়টি দিন ও রাত সর্বাপেক্ষা মহিমান্বিত, সেগুলোর মধ্যে সবচেয়ে উত্তম ও বরকতময় হচ্ছে শবে কদর। এই রাতে লাওহে মাহফুজ থেকে পবিত্র কোরআন অবতীর্ণ হয়।