অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তির হাতে সহায়তা তুলে দেয় শেরপুর জেলা পুলিশ। ছবি : সংগৃহীত

শেরপুর সদর থানা থানাধীন কামারেরচর ইউনিয়নের পয়েস্তিচর এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক পরিবারের পাশে দাঁড়িয়েছেন জেলার পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ক্ষতিগ্রস্ত মো. আমান উল্লাহ মন্টুর পরিবারের সদস্যদের কাছে বাড়ি তৈরির টিন হস্তান্তর করা হয়।

পুলিশ সুপারের পক্ষে এসব টিন হস্তান্তর করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত)।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক, কামারেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ভোরের দিকে পয়েস্তিচর গ্রামের আমানের বাড়িতে আগুন লাগে। এতে এক নারী ও শিশু এবং চারটি গরু মারা যায়। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও শেরপুর থানার সদস্যরা।