সিলেটের দক্ষিণ সুরমা উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার টেনের কমিটি গঠিত হয়। ছবি: এসএমপি

সিলেট মহানগরবাসীকে ট্রাফিক আইন মানতে উৎসাহিত করা, সড়কে শৃঙ্খলা ফেরানো এবং সড়ক পরিবহন আইন বাস্তবায়নে ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ট্রাফিক পক্ষ পালন করবে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগ।
এ পক্ষের নবম দিন বৃহস্পতিবার মহানগরীর দক্ষিণ সুরমা উচ্চ বিদ্যালয়ে ট্রাফিক এডুকেশন নেটওয়ার্কের (টেন) কমিটি গঠন করা হয়েছে।

টেনের উদ্দেশ্য সড়ক দুর্ঘটনা থেকে নিজেকে ও অন্যকে বাঁচানো। টেনের স্লোগান ‘আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে।’

প্রতিটি স্কুলে একজন দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের অধীনে টেনের কমিটি গঠন করা হয়। ছাত্রছাত্রীদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমপক্ষে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির কাজ হবে মাসের প্রতি রোববার অ্যাসেম্বলিতে ১০টি নিয়ম পাঠ করা।

১. রাস্তায় চলাচলের সময় ফুটপাত ব্যবহার করব।
২. ফুটপাত না থাকলে রাস্তার ডান দিকে প্রান্ত ঘেঁষে হাঁটব।
৩. রাস্তায় হাঁটার সময় মোবাইল ফোন/হেডফোন ব্যবহার করব না।
৪. রাস্তা পারাপারের সময় ফুটওভারব্রিজ, জেব্রা ক্রসিং ব্যবহার করব।
৫. ফুটওভারব্রিজ, জেব্রা ক্রসিং না থাকলে ডান দিকে, বাম দিকে দেখে সাবধানতার সঙ্গে রাস্তা পার হব। প্রয়োজনে ট্রাফিক পুলিশের সাহায্য নেব। কোনো অবস্থাতেই তাড়াহুড়া করব না।
৬. রাস্তা পারাপারের সময় হঠাৎ দৌড় দেব না।
৭. চলন্ত যানবাহনে উঠব না, চলন্ত যানবাহন থেকে নামব না।
৮. যানবাহন থেকে নামার সময় অবশ্যই বাম পা সামনে দিয়ে নামব।
৯. প্রাপ্তবয়স্ক (১৮ বছর) হওয়ার পর ট্রাফিক আইন মেনে যানবাহন চালাব।
১০. ট্রাফিক সাইন, ট্রাফিক আইন জানব, মানব।