সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন সাকিব আল হাসান। আইসিসির টি-টোয়েন্টি বোলারদের র‌্যাংকিংয়ে দুই বছর পর সেরা দশে ফিরেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

এবার তিন ধাপ এগিয়ে উঠে এসেছেন নয় নম্বরে, তাঁর রেটিং ৬২৮ পয়েন্ট। খবর দৈনিক আমাদের সময়ের।

একই সঙ্গে অলরাউন্ড র‌্যাংকিং আরও শক্ত করলেন সাকিব আল হাসান। আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী থেকে ৬ পয়েন্ট বেশি পেয়ে ২৯১ রেটিং নিয়ে এক নম্বর স্থান পোক্ত করেছেন তিনি।
আজ বুধবার প্রকাশিত এই তালিকায় ৬১৪ রেটিং নিয়ে নিজের দশম স্থান ধরে রেখেছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। তবে সবশেষ প্রকাশিত এই তালিকায় বড় লাফ দিয়েছেন শেখ মেহেদী হাসান। চলতি সিরিজে বল হাতে বাংলাদেশের হয়ে দুর্দান্ত খেলা মেহেদী ৬৭ ধাপ এগিয়েছেন। ৫৩৬ রেটিং পয়েন্ট নিয়ে বোলারদের তালিকায় ক্যারিয়ার সেরা ২৪তম স্থানে উঠে এসেছেন তিনি।