নোয়াখালীর সোনাইমুড়ী থানার অভিযানে অস্ত্র, গুলিসহ গ্রেপ্তার ডাকাত দলের সদস্যরা। ছবি: পুলিশ নিউজ

নোয়াখালীর সোনাইমুড়ী থানা-পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্র, গুলি, দেশীয় অস্ত্রসহ আন্তজেলা ডাকাত দলের আট সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে মোটরসাইকেল ও পাঁচটি অটোরিকশা উদ্ধার করা হয়।

গত মঙ্গলবার সোনাইমুড়ী থানাধীন মাইজদী থেকে সোনাইমুড়ীগামী বজরা ইউপির বারাহীনগরের পশ্চিমাংশের মহাসড়কের ওপর থেকে ইলিয়াছ হোসেন ওরফে সোহাগ (৩৫), মো. রাশেদ (২৫), মো. সাদ্দাম (২৮), মো. তানিম (২২), আবদুর রহিম ওরফে আরফান (২৪), মো. সুমন (২৬), মো. খোকন (২২) ও মো. আল আমিনকে (২৭) গ্রেপ্তার করা হয়।

ওই আটজনের কাছ থেকে দুটি দেশীয় তৈরি পাইপগান, ১২ বোর কার্তুজ চারটি, একটি দেশীয় তৈরি চায়নিজ কুড়াল, দুটি দেশীয় তৈরি কিরিচ, একটি হাতুড়ি, আটটি অ্যান্ড্রয়েড ও বাটন সেট, পাঁচটি অটোরিকশা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে জানা যায়, গ্রেপ্তার আসামিরা আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। ডাকাতি, ছিনতাই ও চুরি করা তাঁদের পেশা ও নেশা। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।