র‌্যাবের হেফাজতে গ্রেপ্তার আসামি। ছবি-সংগৃহীত

ঝিনাইদহে ধর্ষণচেষ্টা মামলার আসামি মিরাজ হোসেনকে (২৭) গ্রেপ্তার করেছে র‌্যাব-৬।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার আড়ুয়াডাঙ্গা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খবর ঢাকা মেইলের

মিরাজ হোসেন ঝিনাইদহ সদর উপজেলার আনসার মোল্ল্যার ছেলে।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর নাইম জানান, ভুক্তভোগী একজন ১৪ বছর বয়সী কিশোরী। আসামি একই এলাকার প্রতিবেশী। সেই সুবাদে ভুক্তভোগীকে আগে থেকেই প্রেমের প্রস্তাবসহ বিভিন্ন জিনিসের প্রলোভন দেখিয়ে আসছিল। আসামি বিবাহিত হওয়ায় ভুক্তভোগী তার প্রস্তাবে রাজি হয়নি। ১১ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টায় ভুক্তভোগী পিকনিকে যাওয়ার উদ্দেশে ঘর থেকে বের হয়। এ সময় পূর্বপরিকল্পনা মোতাবেক আসামিসহ তার দুই বন্ধু তাকে জোরপূর্বক তার বান্ধবীর বাড়ির পাশে হায়দার আলীর আমবাগানে নিয়ে যান। এ সময় জোরজবরদস্তির একপর্যায়ে ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন চলে আসে। এতে ভুক্তভোগীকে হুমকি দিয়ে আসামি ঘটনাস্থল ত্যাগ করেন। বিষয়টি সে তার পরিবারকে জানালে বাবা বাদী হয়ে ১৫ ফেব্রুয়ারি ঝিনাইদহের সদর থানায় একটি ধর্ষণচেষ্টা মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় ওই ধর্ষণচেষ্টা মামলার প্রধান পলাতক আসামি মিরাজকে ঝিনাইদহের সদর থানা আড়ুয়াডাঙ্গা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তার আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেন।

পরে গ্রেপ্তার আসামিকে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।