ডিবি পুলিশের হেফাজতে আটক দুই প্রতারক। ছবি: বাংলাদেশ পুলিশ।

ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) প্রতারণা করে বিকাশের মাধ্যমে টাকা আত্মসাতের ঘটনায় ২ ব্যক্তিকে আটক করেছে।

ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন কেন্দ্রীয় কারাগারের বন্দিদের আত্মীয় স্বজনদের মোবাইল নম্বর কৌশলে আদালত/কারাগার থেকে সুকৌশলে সংগ্রহ করে ওইসব নম্বরে ফোন করে কারাগারে আটক ব্যক্তিদের বিভিন্ন রকমের সমস্যার কথা বলে ভয়ভীতি দেখিয়ে কখনো কারারক্ষী, কখনো ডেপুটি জেলার বা কখনো জেল সুপার পরিচয় দিয়ে বিকাশের মাধ্যমে মোটা অংকের টাকা প্রতারণা করে হাতিয়ে নিয়ে আসছে একটি চক্র।

এই ধরনের একটি অভিযোগে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা হলে ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার মো. আসাদুজ্জামান পিপিএম (বার) এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশশিরা হাবীব খানের সার্বিক তত্ত্বাবধানে ডিবি (দক্ষিন) এর একটি চৌকস দল তথ্য প্রযুক্তির সহায়তায় কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মো. দেলোয়ার হোসেন(৪৪) ও মো. সাইদুর (৩৫) নামের দুই প্রতারককে আটক করে।