হত্যাকাণ্ডে ব্যবহৃত রামদা। ছবি: বাংলাদেশ পুলিশ

জামালপুর সদর থানার পুলিশ এক গৃহবধূকে হত্যার ২ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে মূল আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে। উদ্ধার করেছে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রামদা।

জামালপুর সদর থানাধীন জালিয়ার পাড় গ্রামে পুরোনো শত্রুতার জের ধরে আজ ১৫ জুন বেলা ২টার সময় ভিকটিম আম্বিয়া আক্তারকে (৩৫) তাঁর বাড়িতে প্রবেশের রাস্তার ওপর বিবাদীরা ধারালো রামদা দিয়ে কোপালে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদের নির্দেশনায় সদর থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ একটি টিম নিয়ে ঘটনাস্থল জালিয়ার পাড় গ্রামসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে মূল আসামি মো. লেবুসহ অপর তিন আসামি মিনি রহমান, ছালেহা ও মিস্টারকে গ্রেপ্তার করে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রামদা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।