সিএমপি ডিবি উত্তরের অভিযানে গ্রেপ্তার ছয়জন। ছবি: সিএমপি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) উত্তর বিভাগের অভিযানে অবৈধ পাসপোর্ট তৈরি চক্রের চারজন এবং দুই রোহিঙ্গাসহ ছয়জন গ্রেপ্তার হয়েছেন।

চক্রের সদস্যদের কাছ থেকে রোহিঙ্গাদের নামে ইস্যুকৃত পাঁচটি বাংলাদেশি পাসপোর্টসহ একটি জাতীয় পরিচয়পত্র জব্দ করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার নগরীর খুলশী থানাধীন গরীব উল্লাহ শাহ মাজার এলাকায় শ্যামলী এন আর ট্রাভেলসের সামনে থেকে মো. পারভেজ, রোহিঙ্গা মো. জাবের ও রজি আলমকে গ্রেপ্তার করা হয়। পরে পারভেজকে জিজ্ঞাসাবাদে তাঁদের সহযোগী অপর সদস্য মো. তাসলিম, মো. ইসমাইল ও মো. ফারুককে চট্টগ্রাম মহানগর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
ওই সময় তাঁদের কাছ থেকে ৫টি রোহিঙ্গা পাসপোর্ট ও একটি জাতীয় পরিচয়পত্র জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁরা দীর্ঘদিন ধরে অন্য সদস্যদের সহায়তায় রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র তৈরি করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাঠাচ্ছিলেন। প্রতিটি পাসপোর্ট তৈরিতে এক লাখ টাকা এবং মধ্যপ্রাচ্যে পাঠানোর জন্য তিন থেকে চার লাখ টাকা নিয়ে থাকেন তাঁরা।