ভারতীয় এক কিশোরীকে অপহরণের অভিযোগে গ্ৰেপ্তার এক কিশোর। ছবি: এপিবিএন

গত ২০ জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণার বনগাঁও, দেবগড় গ্রামের প্রদীপ পাল নামের এক ব্যক্তি তার ১৪ বছর বয়সী শিশু কন্যা শ্রীজা পালকে অপহরণের অভিযোগে বাংলাদেশের নাগরিক কৌশিক বিশ্বাসের বিরুদ্ধে মামলা করেন। কৌশিক বিশ্বাস শ্রীজা পালকে নিয়ে বাংলাদেশের ঢাকার আশেপাশে কোথাও আছে বলে জানান।

ভারতীয় হাইকমিশন বিষয়টি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রনালয়কে জানায়। পররাষ্ট্র মন্ত্রনালয় থেকে বাংলাদেশ পুলিশকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) কাজী রুবাইয়াত রুমী জানান, এ পরিপ্রেক্ষিতে গত গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে ১১ এপিবিএন উত্তরা, ঢাকা একটি বিশেষ অভিযানের মাধ্যমে শ্রীজা পালকে (১৪) টঙ্গী পশ্চিম থানাধীন একটি বাসা থেকে উদ্ধার করা হয়। পাশাপাশি কৌশিক বিশ্বাসকে (১৫) গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা করা হয়েছে।