ঢাকার নবাবগঞ্জ থানার অভিযানে উদ্ধার হওয়া আলামত ও গ্রেপ্তার আসামি। কোলাজ: পুলিশ নিউজ

ঢাকার নবাবগঞ্জ থানার সাঁড়াশি অভিযানে হত্যার ১২ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার হয়েছেন।

অভিযানে উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত টাকা, মোবাইল ও হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়ি ও বটি।

নবাবগঞ্জ থানার দুধঘাটা পূর্বপাড়ায় বৃহস্পতিবার নির্মাণাধীন মসজিদের শ্রমিক লুৎফর রহমানকে (৩০) খুনের খবর পায় পুলিশ। এরপর নবাবগঞ্জ থানার একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় সাঁড়াশি অভিযান চালিয়ে ১২ ঘণ্টার মধ্যে মূল আসামি মতিন মিয়াকে (২৫) ঢাকা থেকে গ্রেপ্তার করে।
তাঁর কাছ থেকে লুন্ঠিত টাকা, মোবাইল, হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়ি ও বঁটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে নিহত নির্মাণশ্রমিক লুৎফরের ভাই বাদী হয়ে নবাবগঞ্জ থানায় অভিযোগ করলে একটি হত্যা মামলা হয়।

পরবর্তী সময়ে গ্রেপ্তার আসামি মতিন মিয়াকে শুক্রবার আদালতে পাঠানো হলে তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

দ্রুততম সময়ের মধ্যে মূল খুনি গ্রেপ্তার, লুণ্ঠিত মোবাইল ও টাকা উদ্ধার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধার হওয়ায় জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং স্থানীয় জনগণ পুলিশকে ধন্যবাদ জানিয়েছে।

এ বিষয়ে ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বিপিএম (বার) বলেন, ‘নির্মাণশ্রমিককে এভাবে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনাটি খুবই গুরুত্ব সহকারে দেখা হয়েছে, যার ফলে মাত্র ১২ ঘণ্টার মধ্যে খুনিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। ঢাকা জেলাকে নিরাপদ রাখার লক্ষ্যে পুলিশের এই তৎপরতা অব্যাহত থাকবে।’