চট্টগ্রামের মিরসরাইয়ে পূর্ব খৈয়াছড়া ঝর্না লেবেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ আরোহী নিহতের ঘটনায় গেটম্যান সাদ্দামকে আসামি করে মামলা করা হয়েছে।
রেলওয়ে পুলিশ শুক্রবার (২৯ জুলাই) রাতে মামলা করে। খবর কালের কণ্ঠের।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বলেন, দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে জিআরপি চট্টগ্রাম রেলওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জহির ৩০৪ ধারায় মামলাটি করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।