যশোর, মাগুরা, রাজবাড়ী ও ফরিদপুরের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চোর চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে যশোর পুলিশ।

যশোর পুলিশ সূত্র জানায়, যশোরের পুলিশ সুপারের (এসপি) দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন ও অপরাধ), অতিরিক্ত পুলিশ সুপার, ক সার্কেলগণের সার্বিক তত্ত্বাবধানে যশোর ডিবির ওসি রুপন কুমার সরকার পিপিএম-এর নেতৃত্বে কেশবপুর থানার এসআই শামীম হোসেন, এসআই ইদ্রিসুর রহমান, এসআই শাহীনূর রহমানদের সমন্বয়ে একটা চৌকস দল যশোর কোতোয়ালি মডেল থানা এলাকায় এবং মাগুরা, রাজবাড়ী, ফরিদপুর জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আন্তজেলা চোর চক্রের মোট ১০ সদস্যকে গ্রেপ্তার এবং তাঁদের হেফাজত থেকে ১১টি চোরাই মোটরসাইকেল, ৩টি চাবি, চোরাই মোটরসাইকেল বিক্রির ২ লাখ ২৫ হাজার টাকাসহ বিভিন্ন আলামত জব্দ করে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় গত বৃহস্পতিবার মামলা হয়েছে। এর আগে মোটরসাইকেল চুরির অভিযোগে ঝিকরগাছা থানায় মামলা হয়েছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্ৰেপ্তার আসামিরা একটি সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। তাঁরা যশোর জেলাসহ আশপাশের জেলায় মোটরসাইকেল চুরি করে দেশের বিভিন্ন স্থানে কুরিয়ারের মাধ্যমে ও সরাসরি কেনাবেচা করেন। তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।