বিদায় সংবর্ধনায় বিএমপি কমিশনারসহ উপস্থিত অতিথিরা। ছবি: বিএমপি

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার শাহাবুদ্দিন খান বিপিএম (বার)-এর অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি ও তাঁর বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে।

শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব রোববার বেলা ১১টার দিকে এ সংবর্ধনার আয়োজন করে।

অনুষ্ঠানে একাধিক বক্তা বিএমপি কমিশনারের সাফল্যমণ্ডিত কর্মের কথা তুলে ধরেন।

তাঁকে সংবাদমাধ্যমবান্ধব, দক্ষ, গুণী ও মানবিক গুণাবলিসম্পন্ন চৌকস কর্মকর্তা হিসেবে অভিহিত করেন তাঁরা।

বিএমপি কমিশনারের ব্যক্তিগত ও পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননাসূচক ক্রেস্ট তুলে দেওয়া হয় অনুষ্ঠানে।

ওই সময় বিএমপি কমিশনার সবার অকৃত্রিম শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসায় সিক্ত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, ‘গণমাধ্যম হলো সমাজের দর্পণ। সমাজে ও রাষ্ট্রের সঠিক চিত্র তুলে ধরতে গিয়ে সাংবাদিকেরা অত্যন্ত চ্যালেঞ্জের মধ্য দিয়ে অহর্নিশ কাজ করে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বরিশালে সবচেয়ে বেশি সহযোগিতা পেয়েছি সাংবাদিক বন্ধুদের কাছ থেকে। বরিশালের সাংবাদিকেরা অনেক সাহসী ও ইতিবাচক। তাঁরা ভালো কাজের প্রশংসা করতে জানে। পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সম্পর্ক হওয়া উচিত অত্যন্ত বন্ধুভাবাপন্ন।’

ওই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, বিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মোহাম্মদ এনামুল হক, উপকমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঞা বিপিএম (বার), শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনসহ অনেকে।