নরসিংদীতে অস্ত্র, গুলিসহ গ্রেপ্তার তিনজন। ছবি: নরসিংদী জেলা পুলিশ

নরসিংদীর পলাশ থানা-পুলিশ একটি পিস্তল ও পাঁচটি গুলি, ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।
গত মঙ্গলবার রাত ১০টার দিকে জিনারদী ইউনিয়ন পরিষদের (ইউপি) রাবান সাকিন গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্র জানায়, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর) পরিত্রাণ তালুকদার ও পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইলিয়াছের নেতৃত্বে এসআই আবদুল্লাহ আল মামুন, মো. সাইদুর রহমান, এএসআই মো. খায়রুল ইসলাম, মো. সাদিকুর রহমান, আবদুল্লাহ আল মুজাহিদ, মো. মোজাম্মেল হক এবং সঙ্গীয় ফোর্সের সহায়তায় পলাশ থানাধীন জিনারদী ইউনিয়নের রাবান সাকিন গ্রামের একটি দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে ওই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. হাবিবুল বাশার (২৬), মো. ফাহিম মিয়া (২৩) ও মো. নাছিম রাজা (২৬)। তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার ২ নম্বর আসামি মো. ফাহিম মিয়ার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।