পুলিশি হেফাজতে আসামি এবং উদ্ধার করা স্বর্ণ। ছবি : বাংলাদেশ পুলিশ

যাত্রীবাহী বাসে সাতটি স্বর্ণের বার পাচারকালে এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) লবণচরা থানার সদস্যরা।

বৃহস্পতিবার (২ মে) রূপসা ব্রিজ-জিরো পয়েন্ট মহাসড়কের সাচিবুনিয়া বিশ্বরোড মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আসামি মো. আবু কালামের (২৪) বাড়ি ফরিদপুরের বোয়ালমারী থানা এলাকায়।

কেএমপির উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম বিপিএম জানান, গোপন তথ্যের ভিত্তিতে ইমাদ পরিবহনের ওই যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় আসামি কালামের জুতার ভেতরে লুকানো সাতটি স্বর্ণের বার জব্দ করা হয়। এসব স্বর্ণের ওজন ৭৩৮ গ্রাম, আনুমানিক দাম ৭০ লাখ টাকা।

এই পুলিশ কর্মকর্তা জানান, এই রুট ব্যবহার করে দীর্ঘদিন ধরে ভারতে স্বর্ণ পাচারের কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন আসামি। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।