আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে একটি সরকারি মসজিদে বন্দুকধারীর হামলায় ছয়জন নিহত হয়েছেন। সোমবার (২৯ এপ্রিল) স্থানীয় সময় রাত ৯টার দিকে দেশটির হেরাত প্রদেশের গুজারা জেলায় এ ঘটনা ঘটে। তালেবান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মতিন কানি এ তথ্য নিশ্চিত করেছেন।

আফগানিস্তানের রাষ্ট্রচালিত বাখতার নিউজ এজেন্সিও একই তথ্য জানিয়েছে।

আজ মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মতিন কানি লিখেছেন, গুজারার ওই মসজিদটিতে বন্দুক হামলায় ইবাদতরত ছয় বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন এবং একজন আহত হয়েছেন।

এদিকে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে বিশ্লেষকেরা বলছেন, জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের আঞ্চলিক শাখা আফগানিস্তানের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি। সূত্র: এএফপি।