দানি কারভাহলের পাস থেকে বল জালে পাঠান আর্দা গুলার। ছবি : সংগৃহীত

লা লিগায় রিয়াল সোসিয়েদাদকে ১-০ গোলে হারিয়ে লিগ শিরোপা জয়ের আরও কাছে পৌঁছে গেল রিয়াল মাদ্রিদ। এই জয়ে টেবিলের দুইয়ে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে লস ব্লাঙ্কোসদের পয়েন্ট ব্যাবধান দাঁড়াল ১৪।

নিয়মিত একাদশের ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহ্যামকে বেঞ্চে বসিয়ে রেখে ফার্স্ট এলিভেন নামান মাস্টার মাইন্ড কার্লো আনচেলত্তি। তাতে মাদ্রিদিস্তানদের শুরুটা ভালো হয়নি।

প্রথম ২০ মিনিটে একটি আক্রমণও করতে পারেনি রিয়াল। ২৯ মিনিটে দানি কারভাহলের পাস থেকে বল জালে পাঠান ‘তুরস্কের মেসি’ খ্যাত আর্দা গুলার। ১৯ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডারের আট ম্যাচে দ্বিতীয় গোল এটি।

শিরোপা পুনরুদ্ধার করতে বাকি পাঁচ ম্যাচে তাদের চাই আর চার পয়েন্ট। ৩৩ ম্যাচে ২৬ জয় ও ছয় ড্রয়ে রিয়ালের পয়েন্ট এখন ৮৪।

ম্যাচ শেষে জয়ের নায়ক গুলেরকে প্রশংসায় ভাসিয়ে রিয়াল কোচ আনচেলত্তি বলেন, ‘আর্দা (গুলের) গোল করেছে, সে ভবিষ্যতে আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে যাচ্ছে। কোনো সন্দেহ নেই যে আগামী বছর সে এখানেই থাকছে।’ সূত্র : একাত্তর ডটটিভি