সেনবাগ থানা-পুলিশের অভিযানে জব্দ করা মদ। ছবি : সংগৃহীত

নোয়াখালীর সেনবাগে একটি পুকুরের পাশে পড়ে থাকা বস্তা থেকে ২৪ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে সেনবাগ থানা-পুলিশ। শুক্রবার (২৬ এপ্রিল) রাতে উপজেলার কেশারপাড় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কানকিরহাট-বীরকোটের রাস্তার পাশের পুকুর থেকে এসব মদ উদ্ধার করা হয়। খবর ঢাকা পোস্টের।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাতে সেনবাগ থানা-পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কেশারপাড় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বীরকোট গ্রামের কানকিরহাট টু বীরকোট পাকা রাস্তার পাশে পুকুরের কাছে পরিত্যক্ত অবস্থায় একটি প্লাস্টিকের বস্তা পড়েছিল। পরে পুলিশ ওই বস্তাটি উদ্ধার করে। বস্তাটি খুলে চারটি কার্টনে ২৪টি বিদেশি মদের বোতল দেখতে পায়। পরে এসব বোতল উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে ঘটনাস্থলের আশপাশের এলাকায় অভিযান অব্যাহত আছে।