পুলিশি হেফাজতে আসামিরা এবং জব্দ করা মোটরসাইকেল ও অস্ত্র। ছবি : বাংলাদেশ পুলিশ

ডাকাতির প্রস্তুতিকালে আটজনকে গ্রেপ্তার করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানার সদস্যরা। এ সময় তাঁদের কাছ থেকে চারটি মোটরসাইকেল ও দেশি অস্ত্র জব্দ করা হয়।

গত সোমবার (৩১ জুলাই) দিবাগত রাতে দক্ষিণ সুরমা থানাধীন চণ্ডিপুল-জালালপুর রোড থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন আতাহার হোসেন ইমন (২৯), মো. ইব্রাহিম খলিল (২৯), তারেক আহমদ রাজু (৩০), সজীব আহমদ (৩০), মাছুম আহমদ (৩২), আশরাফ হোসেন সোহান (২৫), রুহাব চৌধুরী জুবেদ (২৯) ও রতন দেবনাথ (৩৫)।

দক্ষিণ সুরমা থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল হোসেন জানান, ডাকাতির প্রস্তুতিকালে আসামিদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে জব্দ করা হয় চারটি মোটরসাইকেল, চারটি টিপ চাকু, একটি লম্বা চাকু, একটি বক্সিং রিং ও একটি হ্যান্ডকাফ। সংশ্লিষ্ট আইনে মামলা করে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।