সিলেটে পুলিশের অভিযানে গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

সিলেটে অভিযান চালিয়ে তিনটি গরুসহ এক গরুচোরকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এসএমপির জালালাবাদ থানা এলাকা থেকে ৫ মে (বৃহস্পতিবার) চোরকে গ্রেপ্তার করা হয় বলে ৭ মে (শনিবার) জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার আসামির নাম খসরু মিয়া (৬৬)।

এসএমপি জানায়, গত ২৫ এপ্রিল দিবাগত রাতে বিশ্বনাথ থানার সাংগিরাই (মোল্লারগাঁও) এলাকায় মো. নুর উদ্দিনের (৩৬) দুটি গরু চুরি হয়। পরে তিনি জানতে পারেন, আসামি খসরু গরু দুটিসহ জালালাবাদ থানার শিবের বাজার এলাকায় অবস্থান করছেন। ওই সংবাদের পরিপ্রেক্ষিতে নুর উদ্দিন ৫ মে বিকেলে জালালাবাদ থানার শিবের বাজার বড়ফৌদ এলাকায় গিয়ে তাঁর গরু দুটি শনাক্ত করেন। এরপর স্থানীয় পুলিশ ফাঁড়িতে সংবাদ দিলে পুলিশের একটি দল বিকেল সাড়ে ৪টার দিকে ওই দুই গরুসহ তিনটি গরু জব্দ এবং খসরুকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় জালালাবাদ থানায় একটি মামলা হয়েছে। এতে চারজনের নামোল্লেখ করে ও অজ্ঞাতনামা ২-৩ জনকে আসামি করা হয়েছে। পুলিশ এখন মামলার বাকি আসামি এবং খসরুর কাছ থেকে উদ্ধার তিন গরুর একটির মালিকের সন্ধান করছে। আ