পুলিশি হেফাজতে দুই আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

পটুয়াখালীর কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে দুই জেলেকে গ্রেপ্তার করা হয়েছে। মৎস্য আইনে মামলা করে তাঁদের বাউফল থানায় সোপর্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) নৌ পুলিশ জানায়, মেঘনা নদী ও এর বিভিন্ন শাখায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এ সময় জব্দ করা হয় ৬ লাখ ৮৬ হাজার ৩০০ মিটার কারেন্ট জাল এবং ৯৫ কেজি জাটকা।

জব্দ করা জালের আনুমানিক দাম ২ কোটি ৫৮ লাখ ৯ হাজার টাকা এবং মাছের দাম ২৮ হাজার ৫০০ টাকা। পরে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস এবং মাছ অসহায়দের মধ্যে বিতরণ করা হয়।