গাঁজাসহ গ্রেপ্তার আসামি। ছবি : কেএমপি

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মাদকবিরোধী অভিযানে চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। ওই সময় ইয়াবা বড়ি ও গাঁজা জব্দ করা হয়।

কেএমপির অফিশিয়াল ফেসবুক পেজের পোস্টে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়।

গাঁজা, ইয়াবাসহ গ্রেপ্তার দুই আসামি। ছবি : কেএমপি

পোস্টে বলা হয়, গত ২৪ ঘণ্টায় খুলনা মহানগর পুলিশ বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে চারজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার আসামিরা হলেন মো. সজিব খাঁ (২৪), তিনি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার কাঁচিকাটা এলাকার বাসিন্দা। মো. জামাল হোসেন ওরফে হেলা (৩৫), তিনি খালিশপুর থানার লিবার্টি সিনেমা হলের পেছনে বাস করেন। মো. নাঈম শেখ (২২), তিনি পিরোজপুর জেলার নাজিরপুর থানার ডুমুরিয়া গ্রামের বাসিন্দা। মো. হাসান আলী (১৯), তিনি খুলনা থানার মাটি পট্টি রেলওয়ে হাসপাতাল রোডে বাস করেন।

ইয়াবাসহ গ্রেপ্তার আসামি। ছবি : কেএমপি

গ্রেপ্তার মাদক কারবারিদের কাছ থেকে ৭০টি ইয়াবা বড়ি এবং ৫৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। তাঁদের নামে সংশ্লিষ্ট থানায় তিনটি মাদক মামলা হয়েছে।