আরএমপির শাহ মখদুম থানার অভিযানে উদ্ধারকৃত কিশোর (মুখ ব্লার করা)। ছবি: বাংলাদেশ পুলিশ

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার শাহ মখদুম মাজার এলাকা থেকে এক কিশোরকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) শাহ মখদুম থানা পুলিশ।

ওই কিশোর ১৮ এপ্রিল অভিমান করে বাড়ি থেকে বের হয়েছিল।

উদ্ধারকৃত কিশোর কালিম ইসলাম শাওন (১৪) রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার বড়বনগ্রাম চকপাড়ার মো. কালামের ছেলে।

আরএমপি সূত্রে জানা যায়, কিশোর কালিম ইসলাম শাওন রাজশাহীর একটি হাফিজিয়া মাদ্রাসায় পড়ালেখা করত। সে ১৮ এপ্রিল তার মায়ের ওপর অভিমান করে বাড়ি থেকে বের হয়, কিন্তু বাড়িতে ফিরে না আসায় তার পরিবারের লোকজন আশপাশ এলাকাসহ স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করেন। শাওনকে কোথাও না পেয়ে শাহ মখদুম থানায় একটি নিখোঁজ জিডি করেন।

এর পরিপ্রেক্ষিতে শাহ মখদুম থানার টিম গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বোয়ালিয়া থানার শাহ মখদুম মাজারের সামনে থেকে কিশোরকে উদ্ধার করে। পরবর্তী সময়ে শাহ মখদুম থানার অফিসার ইনচার্জ কিশোর কালিমকে রাতেই বাবার কাছে ফিরিয়ে দেন।