পুলিশি হেফাজতে আসামিরা। ছবি: সংগৃহীত

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহপরাণ থানার সদস্যরা অভিযান চালিয়ে ১০০টি ভারতীয় মোবাইল ফোনসহ তিন আসামিকে গ্রেপ্তার করেছে। শুল্ক ফাঁকি দিয়ে বিক্রি করতে এসব মোবাইল ফোন পাচার করা হয়েছিল। এ সময় তাঁদের কাছ থেকে একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাতে সিলেট নগরের পীরেরবাজার এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন সিলেটের জৈন্তাপুর উপজেলার জাফর সাদেক জয় আলী (২২), একই উপজেলার আক্তার হোসেন (২২) ও ফেঞ্চুগঞ্জ উপজেলার লিমন মিয়া (২৮)।

শাহপরাণ থানার উপপরিদর্শক উত্তম রায় চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। মোবাইল ফোনগুলো সিলেট নগরের করিমউল্লাহ মার্কেটের ব্যবসায়ী শিপলুর কাছে নিয়ে যাওয়া হচ্ছিল। এসব ফোনের আনুমানিক দাম সাড়ে ১২ লাখ টাকা। আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।