সান্তাহার রেলওয়ে থানা-পুলিশের অভিযানে গ্রেপ্তার আসামিরা। ছবি: বাংলাদেশ পুলিশ

বগুড়ার সান্তাহার রেলওয়ে থানা-পুলিশ একটি ট্রেনে অভিযান চালিয়ে ৯৭ বোতল ভারতীয় ফেনসিডিল, দেড় কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে। বুড়িমারী থেকে সান্তাহার স্টেশনগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনে ২৩ এপ্রিল (মঙ্গলবার) রাতে অভিযানটি পরিচালিত হয়।

গ্রেপ্তার আসামিদের নাম সালমা আকতার (৫৩), মোছাম্মৎ শিউলি বেগম (৪০), মোরশেদা (৪৫) ও সানোয়ারা বিবি (৭০)।

সান্তাহার রেলওয়ে থানা-পুলিশ জানায়, থানা-পুলিশের একটি দল ২৩ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে করতোয়া এক্সপ্রেস ট্রেনে অভিযান পরিচালনা করে সালমাকে ৩৪ বোতল, শিউলিকে ৩৫ বোতল ও মোরশেদাকে ২৮ বোতল ভারতীয় ফেনসিডিলসহ গ্রেপ্তার করেছে। তাঁদের কোমরে বিশেষ কায়দায় ফেনসিডিলগুলো লুকানো ছিল। এ ছাড়া সানোয়ারাকে দেড় কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।