সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার), পিপিএম-এর কাছ থেকে পুরস্কার নেন গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার সাহিদুর রহমান। ছবি : বাংলাদেশ পুলিশ

সিলেট রেঞ্জের ত্রৈমাসিক (জানুয়ারি-মার্চ) অপরাধ পর্যালোচনা সভায় তিন ক্যাটাগরিতে সেরা নির্বাচিত হয়েছে সিলেট জেলা পুলিশ।

মঙ্গলবার (২৩ এপ্রিল) নিজ কার্যালয়ে অনুষ্ঠিত এই অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার), পিপিএম।

সভায় সিলেট জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির বিস্তারিত বিবরণ তুলে ধরেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন পিপিএম।

সিলেটের সহকারী পুলিশ সুপার মো. সম্রাট তালুকদার জানান, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষায় অবদানের জন্য সিলেট রেঞ্জের সেরা সার্কেল অফিসার মনোনীত হন গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার সাহিদুর রহমান। মামলার বিচারিক কার্যক্রমে সহায়তাসহ গুরুত্বপূর্ণ অবদান রাখায় রেঞ্জের সেরা কোর্ট পুলিশ পরিদর্শক মনোনীত হন সিলেট সদর কোর্টের পরিদর্শক এনামুল মনোয়ার। এ ছাড়া মামলার রহস্য উদঘাটনে অবদানের জন্য রেঞ্জের সেরা তদন্তকারী এসআই মনোনীত হন সিলেটের বালাগঞ্জ থানার এসআই লিটন চন্দ্র ঘোষ।