ঢাকার সাভারে শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার প্রধান আসামি আশরাফুল আহসান জিতু। ছবি: সংগৃহীত

ঢাকার সাভারের আশুলিয়ায় হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে স্টাম্প দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত আশরাফুল আহসান জিতুকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদালত।

ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত বৃহস্পতিবার তাঁকে এই রিমান্ড দেয়। খবর বাসসের।

তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক এমদাদুল হক মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাঁকে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব হাসান ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বুধবার সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে জিতুকে গ্রেপ্তার করে র্যাব।