যশোরে ডিবির অভিযানে গ্রেপ্তার আসামিরা। ছবি: বাংলাদেশ পুলিশ

যশোরে জেলা গোয়েন্দা (ডিবি) বিভাগ অভিযান চালিয়ে চুরির সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। যশোর কোতোয়ালি থানা এলাকা থেকে ২ জুলাই (মঙ্গলবার) বিকেলে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিদের নাম জয়নুল মোড়ল (৪০), মো. আশিকুজ্জামান ওরফে আশিক (৩৫) ও মো. আহসান জামিল (২৩)।

জেলা পুলিশ জানায়, ঝিকরগাছা থানায় ২ জুলাই দায়ের এক মামলার পরিপ্রেক্ষিতে ডিবির একটি দল ২ জুলাই বিকেলে যশোর কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে জয়নুল ও জামিলকে একটি হেক্সো মেশিন, একটি হাতুড়ি, মামলার বাদীর চুরি যাওয়া ১৪টি বিভিন্ন ব্রান্ডের অ্যান্ড্রয়েড ও ৩০টি বিভিন্ন ব্র্যান্ডের বাটন ফোন উদ্ধার করে। এরপর জামিলের দেওয়া তথ্যের ভিত্তিতে কোতোয়ালি থানার বস্তাপট্টি এলাকায় একটি দোকানে অভিযান চালিয়ে ১০টি চোরাই অ্যান্ড্রয়েড ও ১৩টি বাটন ফোন উদ্ধার করা হয়। এরপর কোতোয়ালি থানার মির্জা মার্কেট এলাকায় অভিযান চালিয়ে আশিকুজ্জামানকে তাঁর দোকান থেকে ২৩টি চোরাই ফোনসহ গ্রেপ্তার করা হয়।