পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহ পরান (রহ.) থানার অভিযানে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া ২১ বস্তা সুপারি।

গত শুক্রবার (২৮ জুন) নগরীর শাহ পরান থানাধীন দিগন্ত রুস্তমপুর এলাকার একটি দোকান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন সিলেটের কানাইঘাট থানা এলাকার মাহফুজ আহমদ রাকিব (১৯) ও আবু সাঈদ ফারহান (১৯)।

শাহ পরান থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল আজিজ জানান, শুক্রবার শাহ পরান থানাধীন দাসপাড়া এলাকায় সুপারিবাহী একটি লেগুনা ছিনতাইয়ের শিকার হয়। এ সময় দুটি মোটরসাইকেলের চার আরোহী লেগুনার চালক ও সহকারীকে মারধর করে ২১ বস্তা সুপারি ছিনিয়ে নেয়।

তিনি আরও জানান, অভিযোগ পেয়ে দ্রুত অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ। বিশেষ ক্ষমতা আইনে মামলা করে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।