পুলিশের হেফাজতে গ্রেপ্তার দুই মাদক কারবারি। ছবি: বাংলাদেশ পুলিশ

মৌলভীবাজার জেলার থানা-পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি গাঁজা, ১০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার (২৮ জুন) রাতে কমলগঞ্জ থানাধীন ৯ নং ইসলামপুর ইউনিয়নের কুরমা চা-বাগান (পুরান বাজার) এলাকায় অভিযান চালিয়ে সাহেদ আহমেদ (২০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

ঘটনাস্থলে আসামির হাতে থাকা একটি প্লাস্টিকের শপিং ব্যাগের ভেতর থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ২ কেজি গাঁজা জব্দ করা হয়।

গ্রেপ্তার সাহেদ আহমেদ কুরমা চা-বাগান (পুরান বাজার) এলাকার শাহাদাত আলীর ছেলে। তিনি পলাতক এক ব্যক্তির যোগসাজ দীর্ঘদিন ধরে কমলগঞ্জ থানা এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন বলে জানা যায়।

এর পাশাপাশি কমলগঞ্জ থানার অন্তর্গত শমশেরনগর পুলিশ ফাঁড়ির অপর এক অভিযানে ১০ বোতল ফেনসিডিলসহ বদরুল ইসলাম নাঈম (২০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

গতকাল রাতে শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই জাকির সঙ্গীয় ফোর্সসহ শমশেরনগর বিএএফ শাহীন কলেজের সামনে অভিযান চালিয়ে নাঈমকে গ্রেপ্তার করে।

তাঁকে তল্লাশি করে তাঁর হাতে থাকা একটি শপিং ব্যাগের ভেতর থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

বদরুল ইসলাম নাঈম কুলাউড়া থানাধীন হাজিপুর ইউনিয়নের বিলেরপার গ্রামের আনসার আলী ছেলে।

তিনি এক ব্যক্তির সহায়তায় কুলাউড়ার ভারতীয় সীমান্ত এলাকা থেকে ফেনসিডিলের বোতলগুলো সংগ্রহ করে শমশেরনগরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসেন বলে জানা যায়।

মাদকসংক্রান্ত এসব ঘটনায় কমলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে।