পুলিশি হেফাজতে আসামিরা এবং জব্দ করা মদবাহী ট্রাক। ছবি : বাংলাদেশ পুলিশ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বাকলিয়া থানার অভিযানে ২ হাজার লিটার চোলাই মদ, ট্রাকসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৬ জুন) নগরীর বাকলিয়া থানাধীন নতুন ব্রিজসংলগ্ন মারছা কাউন্টারের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন মো. আব্দুস সালাম (৩৫), মো. রিসাদ ওরফে রিশাত ওরফে রিশাদ (২৫) ও মো. শাকিল (২৪)।

বাকলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।