জব্দকৃত গাঁজা। ছবি: ডিএমপি

রাজধানীর খিলগাঁও থানা এলাকা থেকে ২২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

ডিএমপি জানায়, গতকাল বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে খিলগাঁও থানার খিদমাহ হাসপাতালের সামনে থেকে মো. নসির উদ্দিন, মো. মিনহাজ ও মো. আরমান মিয়াকে গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার এস এম রেজাউল হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে খিলগাঁও থানার খিদমাহ হাসপাতালের সামনে অবস্থান নেয় গোয়েন্দা পুলিশ। একপর্যায়ে পিকআপটি ঘটনাস্থলে এলে থামানোর ইঙ্গিত দেয় পুলিশ। এ সময় পালানোর চেষ্টা করলে আসামিদের গ্রেপ্তার করা হয়। পরে পিকআপটি তল্লাশি করে ২২ কেজি গাঁজা জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা মহানগরসহ আশপাশের জেলায় বিক্রি করতেন।

জব্দকৃত পিকআপ। ছবি: ডিএমপি

আসামিদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।