পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

জুয়া খেলার সরঞ্জাম, টাকাসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

বৃহস্পতিবার (২৭ জুন) বিকেলে নগরীর দক্ষিণ সুরমা থানাধীন চাঁদনীঘাট মাছবাজার থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন আলী ইসলাম (৩০), জামাল মিয়া (২৫), বদরুল ইসলাম (২৮), আবুল কালাম (৫৫), আশরাফ মিয়া (৫৬), মো. রবিউল আওয়াল (৩০), মিজান মিয়া (৪৪), মিজানুর রহমান (২৯) ও মাহফুজ মিয়া (২৮)।

এসএমপি ডিবি জানায়, আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।