পুলিশের হেফাজতে গ্রেপ্তার চোরাকারবারিরা। ছবি: বাংলাদেশ পুলিশ।

সুনামগঞ্জে ১৮০ বস্তা ভারতীয় চিনিসহ ৭ চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা-পুলিশ।

সোমবার (১৭ জুলাই) ভোরে মধ্যনগর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি টিম মধ্যনগর উপজেলার হামিদপুর পশ্চিম এলাকার ইকরছড়ি খালে একটি ইঞ্জিনচালিত নৌকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার চোরাকারবারিরা হলেন মো. অপু মিয়া (৩০), মো. রাজন মিয়া (২৫), মো. কামরুল মিয়া (৩২), মো. শামীম (৩১), মো. আরিফ মিয়া (২৮), মো. মনির (২৪) ও মনসুর মিয়া (৩২)।

তাঁদেরকে গ্রেপ্তারের পাশাপাশি চিনির বস্তাগুলো জব্দ করা হয়। জব্দ করা মোট চিনির পরিমাণ ৯০০০ হাজার কেজি এবং এর বাজারমূল্য ৮ লাখ ১০ হাজার টাকা। শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে এসব চিনি বাংলাদেশে নিয়ে এসেছিলেন চোরাকারবারিরা।

তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।

আসামিদের যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়।