এপিবিএনের হেফাজতে গ্রেপ্তার মাদক কারবারি। ছবি: বাংলাদেশ পুলিশ

ঢাকার উত্তরার ১২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অভিযান চালিয়ে একজন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে।

আজ ২৭ জুন সকালে ১২ এপিবিএনের সহকারী পুলিশ সুপার ইফতেখার হাসান পিপিএম (বার) এর নেতৃত্বে একটি অপারেশনাল টিম গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানাধীন এলাকায় ওয়ারেন্ট তামিলের জন্য বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় টঙ্গী পূর্ব থানায় দায়ের করা একটি মামলা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা একটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শরিফ ওরফে পেঁচা শরিফকে (২৫) টঙ্গী বাজার থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিকে টঙ্গী পূর্ব থানার জিডি নং-১৫৪০ তারিখ ২৭/০৬/২৪ খ্রিঃ মূলে থানায় হস্তান্তর করা হয়।