কক্সবাজারে ১৪ এপিবিএনের অভিযানে অস্ত্র, গুলিসহ গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

কক্সবাজারে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৪ এপিবিএন) অভিযান চালিয়ে অস্ত্র, গুলিসহ এক আসামিকে গ্রেপ্তার করেছে। মধুরছড়া পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-৪-এর ব্লক-সি, সাব-ব্লক-সি/৫ এলাকা থেকে ৯ অক্টোবর (সোমবার) দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামির নাম নুর আলম (১৯)। তিনি উখিয়ার কুতুপালং শিবিরের বাসিন্দা।

এপিবিএন জানায়, কক্সবাজারের ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পে ১৪ এপিবিএনের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ৯ অক্টোবর বেলা দেড়টার দিকে মধুরছড়া পুলিশ ক্যাম্পের আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প-৪-এর ব্লক-সি, সাব-ব্লক-সি/৫ এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, গুলিসহ নুর আলমকে গ্রেপ্তার করেছে। তাঁর কাছ থেকে চারটি ওয়ানশুটার গান, রাইফেলের ২০টি গুলি, শটগানের কার্তুজের দুটি খোসা, রাইফেলের ১২টি গুলির খোসা, একটি ওয়াকিটকি ও তিনটি ক্লিনিং রড উদ্ধার করা হয়েছে।