হারানো ফোন মালিকদের হস্তান্তর করা হচ্ছে। ছবি : বাংলাদেশ পুলিশ

হারানো দুটি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।

শনিবার (১৫ জুন) নিজ কার্যালয়ে এসব ফোন হস্তান্তর করেন বিএমপির উপপুলিশ কমিশনার (সিএসবি/ডিবি) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)।

বিএমপি জানায়, ফোন হারানোর ঘটনায় কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তদন্তের একপর্যায়ে এসব ফোন উদ্ধার করেন ডিবির পুলিশ পরিদর্শক সগীর হোসেন। হারানো ফোন ফিরে পেয়ে পুলিশকে ধন্যবাদ জানান ভুক্তভোগীরা।