খুলনার কয়রায় বৃহস্পতিবার এপিবিএনের পক্ষ থেকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ছবি: বাংলাদেশ পুলিশ

সুন্দরবন উপকূলবর্তী খুলনার কয়রায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের মধ্যে বৃহস্পতিবার খাদ্যসামগ্রী বিতরণ করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

খুলনার কয়রায় বৃহস্পতিবার এপিবিএনের পক্ষ থেকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ছবি: বাংলাদেশ পুলিশ

এপিবিএনের অতিরিক্ত আইজিপি সেলিম মো. জাহাঙ্গীর বিপিএমের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পাঁচ শতাধিক মানুষের মধ্যে চাল, ডাল, আলু, ভোজ্যতেল, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণের মতো খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

কয়রা উপজেলার সুন্দরবন লাগোয়া সদর ইউনিয়নের লঞ্চঘাট এলাকা, মহারাজপুর ইউনিয়নের দশহালিয়া এলাকা এবং আমাদি ইউনিয়নের মুজিবনগর আশ্রয়কেন্দ্রের শতাধিক পরিবার ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়।

খুলনার কয়রায় বৃহস্পতিবার এপিবিএনের পক্ষ থেকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ছবি: বাংলাদেশ পুলিশ

উপকূলীয় এসব এলাকা প্লাবিত হওয়ায় কৃষক, শ্রমিক, দিনমজুর কর্মহীন হয়ে অসহায় ও মানবেতর জীবন যাপন করছেন।

ঘূর্ণিঝড় রিমালে সর্বাধিক ক্ষতিগ্রস্ত ওই তিনটি এলাকায় ৩ এবিবিএন খুলনার অধিনায়ক মাসুদ করিমের (অতিরিক্ত ডিআইজি) নেতৃত্বে এপিবিএন সদস্যরা দুর্গতদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন।