১২ আর্মড পুলিশ ব্যাটালিয়নের হেফাজতে গ্রেপ্তার আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

১২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) উত্তরার সদস্যরা অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছেন। বৃহস্পতিবার (২৩ মে) রাজধানী ঢাকার উত্তরা পূর্ব থানাধীন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, ১২ এপিবিএনের সহকারী পুলিশ সুপার ফরমান আলীর নেতৃত্বে অফিসার ও ফোর্সের সহায়তায় উত্তরা পূর্ব থানাধীন এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত আসামি মহসীনকে গ্রেপ্তার করা হয়েছে। উত্তরা পূর্ব থানার গজারি পট্টি বস্তির সিরাজ হোসেনের ছেলে মহসিন। আসামিকে উত্তরা পূর্ব থানায় হস্তান্তর করা হয়।