প্রকৃত মালিকের কাছে উদ্ধার হওয়া টাকা ফিরিয়ে দেওয়া হচ্ছে। ছবি: বাংলাদেশ পুলিশ

৯ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ভুলবশত ভুল নগদ নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে।

জানা গেছে, চট্টগ্রামের পটিয়া থানার পশ্চিম হাইদগাঁও গ্রামের মো. তৌহিদুল ইসলাম (২১) নামের অনার্স পড়ুয়া এক শিক্ষার্থী ব্যক্তিগত প্রয়োজনে নগদের মাধ্যমে ১১ হাজার ৭০০ টাকা পাঠাতে গিয়ে ভুলবশতঃ অন্য একটি নগদ নম্বরে পাঠিয়ে দেন। যে নম্বরে টাকা পাঠিয়ে দেন সেই নম্বরে যোগাযোগ করেন। কিন্তু ওই ব্যক্তি টাকা ফেরত দিচ্ছি বলে ঘুরাতে থাকেন এবং একপর্যায়ে নম্বরটি বন্ধ করে ফেলেন। উপায়ন্তর না পেয়ে মো. তৌহিদুল ইসলাম টাকা ফেরত পাওয়ার আশা ছেড়ে দেন। পরবর্তীতে সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে ৯ এপিবিএনের সাইবার টিমের কার্যক্রম সম্পর্কে জানতে পারেন। এরপর চট্টগ্রাম জেলার পটিয়া থানায় ঘটনার বিষয়ে একটি সাধারণ ডায়েরী (জিডি) করেন এবং জিডি কপি নিয়ে ৯ এপিবিএনের সাইবার টিমের সঙ্গে যোগাযোগ করেন।
মো. তৌহিদুল ইসলামের জিডি কপি পেয়ে ৯ এপিবিএনের ষোলশহর, চট্টগ্রামের অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মোহাম্মদ কামরুজ্জামানের
তত্ত্বাবধানে এবং সহ-অধিনায়ক (পুলিশ সুপার) দীপক জ্যোতি খীসার দিক-নির্দেশনায় এ ব্যাটালিয়নের
সাইবার টিম তথ্য প্রযুক্তির সহায়তায় ওই নগদ নম্বরটির মালিককে সশনাক্ত করেন এবং
ভুলবশতঃ চলে যাওয়া ১১ হাজার ৭০০ টাকা উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধার করা টাকা গতকাল অধিনায়ক মহোদয় প্রকৃত মালিক মো. তৌহিদুল ইসলামের পক্ষে তার বাবা মো. আবু তাহেরের কাছে হস্তান্তর করেন।