পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

জুয়া খেলার সরঞ্জাম, টাকাসহ চারজনকে গ্রেপ্তার করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আকবর শাহ থানার সদস্যরা।

বুধবার (২২ মে) নগরীর আকবর শাহ হাউজিং সোসাইটির ফারুক চৌধুরী মাঠ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন মো. ফুল মিয়া (৪৭), জয়নাল আবেদীন (৫৮), আনোয়ারুল (৩৮) ও রাজু মিয়া (৫২)।

আকবার শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী জানান, আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।