পুলিশি হেফাজতে আসামি এবং জব্দ করা চিনিবাহী ট্রাক। ছবি : বাংলাদেশ পুলিশ

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১৫৩ বস্তা ভারতীয় চিনি, একটি ট্রাকসহ এক চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) নগরীর এয়ারপোর্ট থানাধীন সিলেট ক্যাডেট কলেজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আসামি মো. রহিম মিয়ার (২৪) বাড়ি নগরীর এয়ারপোর্ট থানা এলাকায়।

এসএমপি ডিবি জানায়, এয়ারপোর্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।